‘সুনামগঞ্জ সাহিত্য সভা’র আয়োজনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনে ‘কবিতা আবৃত্তি সন্ধ্যা’র আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও সুনামগঞ্জ সাহিত্য সভার সভাপতি শেখ রফিকুল ইসলাম উপস্থিত থাকবেন।
সুনামগঞ্জ সাহিত্য সভার কবিতা আবৃত্তি সন্ধ্যা উপভোগের জন্য সংগঠনের পক্ষ থেকে কবিতানুরাগীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি