স্টাফ রিপোর্টার ::
ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নে জেন্ডার সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজানগর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী।
ব্র্যাক এসএলজি’র রফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সামাজিক ক্ষমতায়ন ও জেন্ডার কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মো. আতিয়ার রহমান ও এলাকা উন্নয়ন সমন্বয়কারী আবুল কাউসার। কর্মশালায় রাজানগর ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ইমাম, কাজী, পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।