দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার ৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের নবনির্বাচিত বরণ ও বর্তমান চেয়ারম্যানদের বিদায় অনুষ্ঠান স¤পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, মুজিবুর রহমান, শিবলী বেগ, রতন কুমার দাস, আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী ইফতেখার আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।