জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে চুরি করা লক্ষাধিক টাকা মূল্যের ৩টি গরুসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
জানাগেছে, গত রোববার রাতে দিরাই উপজেলার পাথারিয়া গ্রামের এক কৃষকের ৩টি গরু চুরি হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর পৌর সদরের রাণীগঞ্জ রোডে অভিযান চালিয়ে দিরাইয়ে চুরি যাওয়া ৩টি গরুসহ জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের নুরবুল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া ও উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামের জাহান উদ্দিনকে আটক করে।
জগন্নাথপুর থানার এসআই আব্দুস সালাম মিয়া জানান, থানায় আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, গরুগুলো গন্ধর্বপুর গ্রামের ফজর আলীর ছেলে মজনু মিয়া, ইসহাকুর রহমানের ছেলে ফখরুল ইসলাম, গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন, ওয়াহিদ মিয়ার ছেলে নাসির মিয়া, সানুর মিয়া ছেলে সাহাব উদ্দিন ও আব্দুল মান্নানসহ একটি সংঘবদ্ধ চোরচক্র চুরি করে জগন্নাথপুর বাজারে বিক্রি করার জন্য তাদেরকে পাঠিয়েছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।