স্টাফ রিপোর্টার ::
বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, গোলকাঠ ও বাঁশ আটক করেছে।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ সূত্র জানায়, বনগাঁও বিওপি’র সুবেদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে একটি টহল দল গত রোববার রাতে বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক স্থান হতে ৫৩ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এদিকে সোমবার সকালে বোগলাবাজার বিওপি’র নায়েব সুবেদার অলোক কুমার সরকারের নেতৃত্বে একটি টহল দল ইদুকোণা নামক স্থান হতে ৪,১০০টি ভারতীয় ডুলো বাঁশ আটক করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৬৪ হাজার টাকা।
বনগাঁও বিওপি’র হাবিলদার মো. আ. সালামের নেতৃত্বে টহল দল সোমবার দুপুরে সামাদনগর নামক স্থান হতে ৩৩.৯৪ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩৫ হাজার ৭৬০ টাকা।
মাঠগাঁও বিওপি’র হাবিলদার প্রদীপ কুমারের নেতৃত্বে টহল দল রোববার বিকেলে বাংলাবাজার হতে ৩১ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২৪ হাজার টাকা।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় মদ, গোলকাঠ ও ডুলো বাঁশ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করেন। এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।