জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও উপজেলা আ.লীগের মানব-সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধরের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বাজার এলাকায় মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাজারের ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে ও বাবলু মিয়া ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী রাজন কুমার দাস, মানিক দেবনাথ, মখন মিয়া, ডা. রিংকু আদিত্য, অলক দাস, সুজিত কুমার দাস, নেপাল কুমার দাস, বিধান তালুকদার, রাজু কুমার দাস, স্বদেশ সূত্রধর প্রমুখ।