জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ৩ জুয়ারিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানাগেছে, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীনগর গ্রামে অভিযান চালিয়ে গ্রামের গোবিন্দ বিশ্বাসের ছেলে মনাই বিশ্বাস, আব্দুর রশীদের ছেলে লিটু মিয়া ও আব্দুল ওয়াহাবের ছেলে গয়াছ মিয়াসহ ৩ জুয়ারিকে আটক করেন। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনপ্রতি ১০০ টাকা অর্থদন্ড দেন জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান।