সংবাদদাতা ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে “ওয়ার্ড সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মোহনপুর গ্রামে এ সভার আয়োজন করা হয়।
৪নং ওয়ার্ডের সদস্য মো. শামছুন্নুর-এর সভাপতিত্বে ও মোহনপুর সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি সাজু আহমদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল-মুরাদ, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান, আসকর আলী, জাহাঙ্গীর আলম, আজিম উদ্দিন, আব্দুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. রইছ মিয়া, বাবুল মিয়া, মহিলা সদস্য স্বপ্না বেগম।
সভায় ওয়ার্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন তালিকা তৈরি, দুঃস্থদের তালিকা যাচাই বাছাইকরণ, নিয়মিত কর পরিশোধ করতে উৎসাহিত করা হয়।