শহরের নর্থ-ইস্ট আইডিয়াল কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মল্লিকপুরস্থ বিসিক মাঠে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় দ্বাদশ শ্রেণিকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয় একাদশ শ্রেণি। একাদশ শ্রেণির পক্ষে গোল করেন জাকারিয়া আহমদ ও জাকির মিয়া। ম্যাচটি পরিচালনায় ছিলেন তন্ময় দাস। খেলায় কলেজের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আগামী ১৭ সেপ্টেম্বর বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয়া হবে বলে জানাগেছে। সংবাদ বিজ্ঞপ্তি