ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ সদর ইউনিয়নে প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের কদমতলি গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার যান্ত্রিককরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২ এর আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রদ্বারা চারা রোপণ উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রদর্শনীর মাঠ দিবসের সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী।
উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দীপক রঞ্জন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহেদুল হক।
বিশেষ অতিথির ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ স্বপন কুমার সাহা, অতিরিক্ত উপ পরিচালক মীর ফজলুর রশিদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সাংবাদিক আব্দুল আহাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রদ্বারা জমিতে চারা রোপণ করা হয়।