ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা বিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা কৃষক লীগের ব্যানারে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কৃষকলীগ নেতা আলী আমজাদ, আনোয়ার হোসেন, শামসুল হক, শামসুল আলম, গোলাম হায়দার, রমজান মিয়া, গোলাম হোসেন, আলী আমজাদ, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম আলমঙ্গীর, জামাল মিয়া প্রমুখ।