জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর বাজারের তালুকদার ও মিতালী রেস্টুরেন্ট দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে তালুকদার রেস্টুরেন্ট দলকে হারিয়ে মিতালী রেস্টুরেন্ট বিজয়ী হয়। পরে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিতালী রেস্টুরেন্টের মালিক ও ফুটবল দলের কোচ মকবুল হোসেন ভূইয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর হকার সমিতির সাধারণ সম্পাদক রুবেল মিয়া, খেলোয়াড় সালেহ আহমদ, আনহার মিয়া, মিলন মিয়া, রুবেল আহমদ, নিমাই দাস, স্বপন আহমদ, শামসুল হক, সুজন দাস, ফয়ছল মিয়া, লাহিন মিয়া, লালন মিয়া, লিটন দাস, ইমন দাস, ছুরুক মিয়া, মাসুক মিয়া, দুলাল গাজী, মলয় দাস, আনফর মিয়া, কৃপেশ দাস, আফজল মিয়া প্রমুখ।