ছাতক প্রতিনিধি ::
ছাতকে স্কুল ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার দুপুরে ধারণবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মানববন্ধন কর্মসূচি থেকে ফেরার পথে তুচ্ছ বিষয় নিয়ে মঈনপুর ও শ্রীপুর স্কুলের ছাত্রদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩০ জন আহত হন।
গুরুতর আহত রফিকুল ইসলাম, সাব্বির আহমদ, ইমন মিয়া, শামীম আহমদ, জসিম উদ্দিন ও ইসমাইল আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তোফায়েল আহমদ, তোয়াহা, রাজীব, সোহাগ, ছাদিকুল ইসলাম, কামরুল হাসান, সালাহ উদ্দিন, জামিল, মোহাম্মদ আলী, কলিম উদ্দিন, মুনসুর, সামছুল ইসলাম, সুলতান মিয়া, আবু তাহের, আনোয়ার, আশরাফুলসহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।