ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জে সরকারি খাদ্য অধিদপ্তরের সিল মোহরকৃত ট্রাক ভর্তি ১৪৪ বস্তা চালসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়, রোববার বিকেলে গোপন সংবাদের সাচনাবাজার সিএন্ডবি রোডে ট্রাকে চাল ভর্তি করার সময় আশেপাশের লোকজন পুলিশে খবর দেন। জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৪৪ বস্তা চালসহ সদর ইউনিয়নের লম্বাবাক গ্রামের মৃত নূর আলীর ছেলে বাদশা মিয়া(৪০)-কে আটক করে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিটন খীসা জানান, এ ব্যাপারে জামালগঞ্জ থানায় মামলা দায়ের হবে।