স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও, দক্ষিণ পাড়া ইছাখালি খালের উপর নির্মিত সেতু উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। রবিবার বিকেলে সেতু উদ্বোধনকালে এমপি পীর মিসবাহ বলেন, গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট ও সেতু কালভার্ট নির্মাণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো। গ্রামের মানুষের উন্নয়নে আমি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়পার্টি নেতা রশিদ আহমদ, হাজী হেলাল, প্রকল্প কর্মকর্তা মো. মানিক মিয়া, ইউপি সদস্য খলিলুর রহমান, সপু মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, আপ্তর আলী, আব্দুল মান্নান, জাতীয়পার্টি নেতা জসিম উদ্দিন, সাজ্জাদুর রহমান সাজু, মো. সাজিদুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই সেতু নির্মাণ বাস্তবায়ন করেছে। ৩৬ ফুট সেতু উন্নয়নে ২৮ লাখ টাকা ব্যয় হয়েছে।