স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ সদর উপজেলার উদ্যোগে দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা স্কাউট ভবনে এ কোর্স অনুষ্ঠিত হয়।
কোর্স লিডারের দায়িত্ব পালন করেন মো. আব্দুল হাই ও নির্মল শর্মা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তাহির আলী তালুকদার, বিপ্লব কেতন চ্যাটার্জি, নূরুল আনোয়ার, মো. ফেরদৌস, রাছমিন বেগম, হাসমত আরা প্রমুখ।
কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
বিকেলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা স্কাউট কমিশনার মো. ফয়েজুর রহমান। উপজেলা কাব লিডার মো. হাবিবুর রহমান ও স্কাউট লিডার মো. সুহেল আলমের যৌথ পরিচালনায় কোর্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিশনার মো. গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. বুরহান উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল কাশেম আজাদ প্রমুখ। কোর্সে শতাধিক কাব ও স্কাউট শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠিত কোর্সে সনদপত্র বিতরণ করা হয়।