স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের চার যুবলীগ কর্মীর বিরুদ্ধে মামলা এবং সুনামগঞ্জের স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী।
শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি হাসাউড়া বাজারএলাকা প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়। রঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগকর্মী মো. ফারুক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন প্রফুল্ল পাল, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, আল আমিন, ফারুক মিয়া, নরেশ দাস, আব্দুল জলিল।
বক্তারা যুবলীগ কর্মী ফারুক মিয়া, আমিনুল ইসলাম, আব্দুল জলিল ও আলামিনের বিরুদ্ধে প্রতিপক্ষের দায়েরকৃত মামলাকে ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করেন এবং এ বিষয়ে স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।