যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জনের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর, সদর উপজেলার উদ্যোগে চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে শনিবার সকালে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ পেয়ার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।
বক্তারা বলেন, ‘জানিগাঁও গ্রামকে বেকারমুক্ত করতে সকল সরকারি ও বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতা ও আন্তরিকতায় জানিগাঁও গ্রামকে বেকারমুক্ত করা সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এটি সহজেই করতে পারবো বলে আশাবাদি।’
এ ব্যাপারে উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জনের হাতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)