বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার মেলা উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ’র প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সাহা।
এ কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন উপলক্ষে র্যালি পরবর্তী উপজেলা অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।