দক্ষিণ সুনামগঞ্জ অফিস ::
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি জামলাবাজ গ্রামের আব্দুর রউফের পুত্র মো.আশিক মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ৮বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.আশিক মিয়াকে গ্রেফতার করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।