ছাতক প্রতিনিধি ::
ছাতকে এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের উদ্যোগে উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা এপেক্স ক্লাব অব বাংলাদেশ এপেক্সিয়ান জাহাঙ্গীর আলম, অতীত সেবা পরিচালক অ্যাড. মাছুম আহমদ, অজয় বাবু, যুবলীগ নেতা আব্দুস শাকুর, সাবেক ইউপি সদস্য মামুন আহমদ, জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি জয়নাল আবেদীন প্রমুখ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল-এর নিজস্ব অর্থায়নে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২শ’ ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এদিকে শনিবার দুপুরে দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। ইউপি সদস্য আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সামছুল ইসলাম, ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাদল, আব্দুল আলিম, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।