জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় রাণীগঞ্জ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃস্পতিবার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলা প্রশাসন, স্থানীয় শহীদ স্মৃতি পাঠাগার, শহীদ-গাজী ফাউন্ডেশন ও ফ্রেন্ডস্ ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে পৃথকভাবে রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল, শহীদদের স্মরণে সভা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।