বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শায়খ আনোয়ার হোসাইন।
মাওলানা মুফতী বদরুল আলমের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মুসা মোল্লা, ইমাম মোয়াজ্জিন পরিষদের উপদেষ্টা হাফেজ আতাউর রহমান লস্কর, মুফতি জিয়াউল হক, হাফিজ মাওলানা নুর হোসাইন, মুফতি ছদরুল আমীন, মাওলানা এমদাদুল্লাহ মুস্তাকী, মাওলানা মফিজুর রহমান, মাওলানা ফখরুল হাসান, মাওলানা আব্দুর রহিম, মুফতী আলীম উদ্দিন প্রমুখ।
মাওলানা শায়খ আনোয়ার হোসাইন তাঁর বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, সম্প্রীতির ধর্ম। ইসলামে সন্ত্রাস, জঙ্গিবাদ ফিতনা ফাসাদের কোন স্থান নেই। যারা এই অপকর্ম করে তারা কখনও প্রকৃত মুসলমান হতে পারে না। সন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যক্রম ইসলামের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে রুখতে হলে বেফাক ও আলিম ওলামাদের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি