শিক্ষা মন্ত্রণালয়ের g.o অনুযায়ী প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রোগ্রামে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা ফিলিপাইনে যাত্রা উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের দিবা শিফটের কেবিনেট সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন কেবিনেট সভাপতি চয়ন দাস, সহ-সভাপতি তাসিন হক, সদস্য স্বাগত দাস, আজরফ, রন্তি দেব, তানভীর, আনান, নিয়ন প্রমুখ। তাঁরা প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা’র সফলতা, স্বার্থকতা ও সুস্থতা কামনা করেন।