স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের যে প্রেক্ষাপটে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন কালক্রমে বর্তমানে দেশে আবারো সে পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশকে এ সংকট থেকে উত্তরণে শহীদ জিয়ার রেখে যাওয়া আদর্শের দল বিএনপিকে দায়িত্ব নিতে হবে। তিনি নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হোক গণতন্ত্র পুনরুদ্ধারের।
বৃহস্পতিবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ জেপি, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুল হক, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল হক আফিন্দী।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট সালেহ আহমদ, মামুন চৌধুরী, মদরিছ চৌধুরী, হোসেন আমীর, আব্দুল মতিন, দেওয়ান রাবিন আনোয়ার, আলী আহমদ মুরাদ, আব্দুল রতিফ ময়না, জাকিরুল ইসলাম তপু, ফারুক আহমদ, নবীনুর, মকসদ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ছাত্রদল নেতা শাহ ফরহাদ, মুছিউর রহমান জুনায়েদ, সাইফুল ইসলাম রাহী, আজাদুর রহমান আজাদ, মো. রাসেল মিয়া, জুনায়েদ আহমদ প্রমুখ।