জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র দু’পক্ষ পৃথকভাবে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বিএনপির এক পক্ষ বৃহস্পতিবার দুপুরে, অন্যপক্ষ বিকেলে সভা-সমাবেশ করে।
ওইদিন দুপুরে উপজেলা বিএনপি’র একাংশের আয়োজনে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আবুল লেইসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপি’র প্রথম সদস্য আব্দুল মুকিত মাস্টার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী, আব্দুস সাত্তার, সিরাজ মিয়া, আজাদ হোসেন বাবলু, আজাদ মিয়া, জয়নাল আবেদীন, নূর মিয়া, মাসুক মিয়া, শাহ মো. শাহজাহান, শামসুজ্জামান ধন মিয়া, ফরিদ মিয়া, আখতারুজ্জামান, হাসান মাহমুদ হাসিন, সানোয়ার, ছাত্রনেতা মিনহাজ, আল আমিন, শ্রাবণ, আবু তালহা, আবু সুফিয়ান, বাচ্চু, মোনায়েম, এমরান প্রমুখ।
অপরদিকে উপজেলা বিএনপি’র আয়োজনে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বৃহস্পতিবার বিকেলে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক সমিতির মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও মেহেদী হাসান রুকন সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, বিএনপি নেতা অ্যাড. শাহীনূর রহমান, আলী আক্কাছ মুরাদ, মাওলানা আশিক নূর, মিজবাহ উদ্দিন রুমি, জয়নাল আবেদীন পাঠান, আবু হানিফা, শওকত আলী, ইনু মিয়া, নজির আলী, মতিউর রহমান মতি, তৌফিক চৌধুরী, আব্দুর নূর আখঞ্জি, উপজেলা ছাত্রদলের সভাপতি ও বিএনপি’র যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী আফিন্দী, জালাল উদ্দিন, শহীদুল ইসলাম, শাহনেওয়াজ অপু, রিপন মিয়া প্রমুখ।