ছাতক প্রতিনিধি ::
ছাতকে ব্র্যাকের উদ্যোগে ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন কর্মসূচির আওতায় এডভোকেসি কর্মশালা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও ব্র্যাকের কর্মসূচি সহকারী আব্দুল হালিমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াস কর্মসূচির সুনামগঞ্জ জেলা ম্যানেজার ইউনুস আলী, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমিন।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, ইমাম মাওলানা নুরুল হক, ইউপি সচিব এএমএস দুলাল, ব্র্যাকের কর্মসূচি সহকারি আক্তার হোসেন, খায়রুল ইসলাম, জুবায়দুল ইসলাম, সমরুজ আলী মেম্বার, আজর আলী মেম্বার, দুলাল মিয়া মেম্বার, গ্রাম কমিটির সভাপতি কবির আহমদ মধু, রহমত আলী, শাহাব উদ্দিন, সালেহ আহমদ, মোহাম্মদ আলী প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্রাক ওয়াসের উপজেলা ম্যানেজার পুষ্পজিৎ অধিকারী।