তাহিরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের সদস্যরা তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্ত এলাকা থেকে ৪ লাখ ভারতীয় রুপিসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মোশারফ হোসেন (৩৫) উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রতনপুর গ্রামের কাজি আবদুল কাদিরের ছেলে।
বিজিবি সূত্রে জানাযায়, বুধবার সকালে বীরেদ্রনগর বিওপি’র নায়েক নুরুজ্জামানের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল বাগলী (বীরেন্দ্রনগর) বাজারে মোটর সাইকেলযোগে প্রবেশকালে মোশারফকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ভারতীয় ৪ লাখ রুপি, ১টি মোটর সাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃত মোশারফকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।