স্টাফ রিপোর্টার ::
মানবতাবিরোধী অপরাধে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর রিভিউ খারিজের প্রতিবাদে সারাদেশে বুধবার ১২ ঘণ্টার হরতালের ডাক দেয় জামায়াত। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জেও এই কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু হরতাল পালনে সুনামগঞ্জে জামায়াতের নেতা-কর্মীদের দেখা যায়নি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামায়াতের কোন নেতাকর্মীই মাঠে ছিলেন না। হরতালের সমর্থনে কোথাও কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
জামায়াতের ডাকা হরতালে সুনামগঞ্জে কোনো সাড়া মেলেনি। জেলার জনজীবনে হরতালের কোনো প্রভাব পড়েনি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা অফিসে রোজকার মতো বুধবারও ছিল প্রচুর লোক সমাগম। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নিয়মিত পাঠ কার্যক্রম পরিচালিত হয়েছে। শহরে যানবাহন ছিল স্বাভাবিক। আলফাত স্কয়ার, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তবে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন ছিল। সেই সঙ্গে র্যাব সদস্যরা গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে। হরতালে জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।