মো. শাহজাহান মিয়া ::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানীরা আমাদের দেশে গণহত্যা ও লুণ্ঠন করেছে। তখন পাকসেনারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল। এ সময় দেশের মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে গেলেও তাদের দোসরা এখনো এ দেশে বসবাস করছে। তারাই এখন জঙ্গিবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে তাদের সেই স্বপ্ন কোনদিন পূরণ হবে না। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের সাজসাজ রব চলছে। তা দেখে ’৭১-এর পরাজিত শত্রুরা মেনে নিতে পারছে না। একাত্তরের পরাজিত শত্রুরা এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
গতকাল বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গণহত্যা দিবস পালন উপলক্ষে শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে স্থানীয় শ্রীরামসি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।
শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সভাপতি নুর মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক সিপন আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুক্তরাজ্য প্রবাসী আবু আনাস, শ্রীরামসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি বাবুল মিয়া প্রমুখ।
সভায় জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মো. মাঈনুল জাকির, মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া প্রমুখ।
সভায় অতিথিদের ক্রেস্ট প্রদান এবং স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরুতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।