স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের চারটি গ্রামের প্রায় আড়াই শতাধিক গ্রামের হতদরিদ্র ও দুস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে একেএফ ফাউন্ডেশন। বুধবার দুপুরে মোহনপুর গ্রামে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
ত্রাণসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আতাউর রহমান, সংগঠনের কর্মসূচি সংগঠক আহমাদ সেলিম, যীশু, মজর আহমদ সাজু, স্থানীয় পল্লী চিকিৎসক তারিকুল আলম সেলিম, হাবিবুর রহমান প্রমুখ।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, ভোজ্য তেল, পেয়াজ, চিনি, মশলাসহ নানা পদের পণ্য। মোহনপুর, মুড়ারবন্দ, রাশনগর, নৌকাখালিসহ প্রায় ৫টি গ্রামের দুস্তদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।