বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। বৃক্ষমেলা উপলক্ষে বুধবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালি পরবর্তী উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মিসবাহ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন সাহা, উপজেলা জাপা সভাপতি আব্দুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল মাস্টার, উপজেলা জাপা যুব সংহতি আহ্বায়ক মহিম উদ্দিন মহিম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ।
কোরআন থেকে তেলওয়াত করেন মডেল লাইব্রেরিয়ান ফজলুর রহমান। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা মশিউর রহমান।
এর আগে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এমপি মিসবাহ।