ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ-সুনামগঞ্জ ও সাচনা-সুনামগঞ্জ সড়ক রুটে চলাচলকারী যানবাহনের ভাড়া নির্ধারণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, মালিক সমিতি, ড্রাইভার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাচনা-সুনামগঞ্জে লেগুনা জনপ্রতি ৩৫ টাকা, সিএনজি জনপ্রতি ৫০টাকা, মোটর সাইকেলে জনপ্রতি ৭৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কে লেগুনা জনপ্রতি ৬০ টাকা, সিএনজি ৮০ টাকা, মোটর সাইকেল জনপ্রতি ১৫০ টাকা, জামালগঞ্জ গজারিয়া জনপ্রতি ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, রশীদ আহমদ, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণাসিন্ধু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, ভীমখালি ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া প্রমুখ।