স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে হতদরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এ চারা বিতরণ করেন সুনামগঞ্জ সদর আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
৪২জন কৃষককে বিআর ২২ ও বিআর ২৪ জাতের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু প্রমুখ।