স্টাফ রিপোর্টার ::
পৃথক অভিযান চালিয়ে একটি তক্ষক ও ড্রেজার মেশিন আটক করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার রাতে মাছিমপুর বিওপি’র নায়েক সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সোনাতলা নামক স্থান হতে ভারতে পাচারকালে একটি তক্ষক উদ্ধার করে। এদিকে ডুলুরা বিওপি’র হাবিলদার মো. মানিক মিয়ার নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার বিকেলে ধোপাজান চলতি নদী হতে অবৈধভাবে বালি-পাথর উত্তোলনকালে একটি ড্রেজার মেশিন আটক করে।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তক্ষক ও ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করেন। এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানাগেছে।