দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে মা ও শিশুর স্বাস্থ্য পুষ্টি বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও হেপি রানী সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, শিবলী আহমদ বেগ, রেজুয়ান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম, উপজেলা গণস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপার ভাইজার ফখরুল ইসলাম, ডা. কানিজ ফাতেমা, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল ইসলাম, ইউআরসি আবু ইউসুফ মুহাম্মদ সারোয়ার, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী প্রিয়ব্রত রায়, উপজেলা ব্র্যাক সমন্বয়কারী পারুল আক্তার, কেয়ার নিউট্রিশন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আনিসুর রহমান সোহাগ, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, কেয়ার টেকনিক্যাল অফিসার হাফিজুল ইসলাম, এডমিন কবিরুল ইসলাম, অজিত কুমার রায়, তুলসী রানী ভৌমিক, জান্নাতুল ফেরদৌস, শামীম আহমেদ প্রমুখ।