স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা নির্মাণকর্মী ঐক্য পরিষদ গঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরবিপণিস্থ ইমারত নির্মাণ কর্মী কল্যাণ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নুর হোসেন।
মো. আব্দুুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শাহজাহান গাজীকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মো. মুকিতকে মনোনীত করে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সহ-সভাপতি পদে ছাতকের আব্দুল কাইয়ুম, গোবিন্দগঞ্জের জমির আলী, দোয়ারা মহব্বতপুরের আব্দুর রহমান, দোয়ারাবাজারের আমির উদ্দিন, নীলপুরের মিজানুর রহমান, বুড়াইরগাঁও ছাতকের আব্দুল কাদির, আমবাড়ির বাছির উদ্দিন, চিনাকান্দির আব্দুল মান্নান, শান্তিগঞ্জের মো. কামাল, দোয়ারা করিমপুরের দিলফর আলী, বেতগঞ্জের মুহিবুর রহমান, ইসলামগঞ্জ বেড়াজালীর নুর হোসেন, টুকের বাজারের জুয়েল মিয়া, কাঠইর ইউনিয়নের শহিদুর রহমান, দোয়ারা বাংলাবাজারের এবাদ উল্লাহ, দোয়ারা বোগলার আব্দুল অদুদ এবং জয়নগরের আব্দুল কাইয়ুম মনোনীত হয়েছেন।