ছাতক প্রতিনিধি ::
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মাসুদ কামাল সুফীসহ ছাত্রলীগ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ছাতকে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলমের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, যুবলীগ নেতা এইচএম আরজ আলী, কাতার যুবলীগের দপ্তর সম্পাদক খালেদ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা জামাল আহমদ, নিয়ামত আলী, নুরুল ইসলাম শ্যামল, মির্জা রুমন, এসকে মিশু, সুহেল আহমদ, আবুল কাশেম শাহীন, ফয়ছল আহমদ, কাউসার আহমদ, নুরুল আমিন, ছাদিক আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন, আজাহার খান, নজরুল ইসলাম, এনামুল হক, অয়ন দাস পুরকায়স্থ, সাকিবুল হাসান এমরান, সুজন মিয়া, মাহবুবুল আলম, বদরুল ইসলাম, সেবুল আহমদ, রাজা মিয়া, হাবিবুর রহমান, আতিক মিয়া, জুবায়ের আহমদ, জুয়েল আহমদ, হুমায়ূন আহমদ, আফরোজ আলী, বাবুল মিয়া, পাবেল আহমদ, মিজান মিয়া, সাজু মিয়া, মুন্না মিয়া, মাহিম আহমদ, রাজন মিয়া, মামুন মিয়া প্রমুখ।