দিরাই প্রতিনিধি ::
নতুন পে-স্কেলে বেতন ভাতা প্রদান ও পেনশন এর দাবিতে দুই দিনের কর্মবিরতি পালন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর আওতাধীন হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ)-এর কর্মকর্তা-কর্মচারীরা। রোববার ও সোমবার প্রথম দফা ২ দিনের কর্মবিরতির শেষ দিনে দিরাই পৌর শহরের নাছির উদ্দিন রোডের নিজ কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন উপ সহকারি প্রকৌশলী হাসিরুল ইসলাম, এলসিএস অর্গানাইজার বিপ্লব চন্দ্র পাল, কামরুল হাসান, মাহবুব আলম মুরশেদ, সাইফুল ইসলাম, মুক্তার হোসেন প্রমুখ।