বাংলাদেশের সংবিধানের সপ্তম অনুচ্ছেদে উল্লেখ আছে যে, জনগণই হবে প্রজাতন্ত্রের মালিক। এই অনুচ্ছেদের আলোকে তথ্যের মালিক জনগণ। সে অনুযায়ী তথ্য প্রাপ্তির অধিকার, চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত। যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক তাই জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। আমাদের দেশে এটিই একমাত্র আইন যেখানে জনগণের ক্ষমতা ও তথ্য প্রাপ্তির অধিকারকে প্রাধান্য দেয়া হয়েছে। সমাজে কি কি ধরনের দুর্নীতি হয় এবং কিভাবে তার প্রতিকার করা যায় এ বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষে নাটক প্রদর্শন করা হয়। তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও প্রচারের উদ্দেশ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ-এর অধীন ইয়েস গ্রুপ সদস্যদের উদ্যোগে গত রোববার সন্ধ্যা ৬টায় নবীনগর পয়েন্টে দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এর সদস্য খলিল রহমান দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন এবং ভিডিও নাটক প্রদশর্নীতে উপস্থিত ছিলেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ দুর্নীতিবিরোধী নাটক উপভোগ করেন। সংবাদ বিজ্ঞপ্তি