স্টাফ রিপোর্টার ::
৪৫তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ের ফুটবল খেলায় আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইন্যাল প্রতিযোগিতায় দোয়ারাবাজার উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় জমিরুন নুর উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হলে পরে ট্রাইব্রেকারে ১-০ গোলে বিজয়ী হয় জমিরুন নুর উচ্চ বিদ্যালয়। খেলা পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার মো. আক্তারুজ্জামান।
খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আইনুর আক্তার পান্না ও জেলা শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।