জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থীদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেনারবাকের ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার পুরকায়স্থ, প্রধান শিক্ষক গোপেন্দ্র চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অঞ্জন পুরকায়স্থ, পরিচালনা কমিটির সদস্য প্রসিত তালুকদার, বাবুল দাস, শিক্ষক প্রতিনিধি পরাগ তালুকদার, বাদল চন্দ্র হাজরা, আফাজ উদ্দিন, কামনাশীষ তালুকদার প্রমুখ।