দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার দুপুরে কুলঞ্জ ইউনিয়ন অফিসে নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদারকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী চেয়ারম্যান আহাদ মিয়া। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার ফখরুল ইসলাম।
চেয়ারম্যান আহাদ মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব জগদীশ চৌধুরীর পরিচালনা উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, ইউপি সদস্য আসাদ চৌধুরী, সুহেল রানা, বিল্লুল দাস, জাকারিয়া হোসেন, চান মিয়া চৌধুরী, ফুল কাছ মিয়া, সাবিনা আক্তার, ডলি বেগম, শিল্পী রানী দাস, বিএনপি নেতা সেলিম উদ্দিন চৌধুরী, কুলঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক স¤পাদক কামরুল আলী, যুবদল নেতা সাদিক হোসেন ময়না প্রমুখ।