স্টাফ রিপোর্টার :;
ধোপাজান – চলতি নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ডুলুরা বিওপি’র দায়িত্বাধীন বিশ্বম্ভরপুর উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদী এলাকায় পরিচালিত অভিযানে ২টি বোমা মেশিন, ২টি পাম্প, ১২০ ফুট রিং পাইপ এবং ৬৩টি ড্রাম আটক এবং ধ্বংস করা হয়। এসব মালামালের অনুমানিক মূল্য ৫ লক্ষ ৭৪ হাজার টাকা।
অভিযানে অংশগ্রহণ করেন বিশ্বম্ভরপুর সহকারি কমিশনার (ভূমি) মো. তালুত, ডুলুরা বিওপি’র নায়েক সুবেদার মো. আব্দুল হাকিমসহ বিজিবি ও পুলিশের সদস্যগণ।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।