দিরাই প্রতিনিধি ::
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ৩ দিনব্যাপী মনিটরিং প্রশিক্ষণ দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। শনিবার সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ধল বাজার শাখার কর্মকর্তা রফিকুল ইসলাম, মোহাম্মদ আবু তাহের, প্রশিক্ষক সুব্রত কুমার তালুকদার প্রমুখ। তিন দিনব্যাপী প্রশিক্ষণে হাতিয়া উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।