ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সম্মেলন কক্ষে আলোচনায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার।
ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আলহাজ্ব নুরুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, সহকারি কমান্ডার আলহাজ্ব মো. আব্দুস শহিদ, সহকারি কমান্ডার মো. মজিবুর রহমান চৌধুরী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হক, মুক্তিযোদ্ধা রহিছ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কাজী আশরাফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক জহিরুল হক, জামিল আহমেদ জুয়েল, ইকবাল আল আজাদ, মিজানুর রহমান, আবু সাইদ প্রমুখ।