জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে যানজট নিরসন ও অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে ৪ সমিতির নেতৃবৃন্দ আগামী ৭২ ঘণ্টার জন্য যৌথভাবে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছেন। এতে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানাগেছে।
শনিবার দুপুরে জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে মিনিবাস শ্রমিক সমিতি, ট্রাক শ্রমিক সমিতি, মাইক্রোবাস শ্রমিক সমিতিসহ ৪টি সমিতির যৌথ সমন্বয়ে এ উপলক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকুল করের পরিচালনায় অনুষ্ঠিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহার উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি আরশ আলী, আলাল খান, সদস্য আকিকুর রহমান, রাজু মিয়া, বিপ্লব পাল, জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাবেক সভাপতি রব্বানী মিয়া, সাবেক আহ্বায়ক আব্দুল মোতালিব, বর্তমান সহ-সভাপতি আসাব উদ্দিন, সাধারণ সম্পাদক রেজন মিয়া, যুগ্ম-সম্পাদক কবির মিয়া, কোষাধ্যক্ষ দিলদার মিয়া, প্রবীণ শ্রমিক নেতা বাবুল দেবনাথ, জগন্নাথপুর উপজেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি ইদন মিয়া, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক এমদাদুল হক, জগন্নাথপুর উপজেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির সভাপতি মঈন উদ্দিন, সহ-সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক রুনু মিয়া, জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক আজিজ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন, জগন্নাথপুর পৌর শহরের যানজট নিরসনে স্থানীয় পৌর পয়েন্ট, রাণীগঞ্জ রোড, চিলাউড়া পয়েন্ট, পশ্চিম বাজার এলাকায় সড়কের উপরে অবৈধভাবে গড়ে উঠা সিএনজি, লেগুনা, এইচ পাওয়ারসহ ছোট গাড়ির স্ট্যান্ড উচ্ছেদ ও জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে অবৈধভাবে চলাচলকারী এসব ছোট গাড়ি চলাচল বিরত রাখতে হবে। তা না হলে আগামী বুধবার থেকে ৭২ ঘণ্টার জন্য জগন্নাথপুরে যৌথভাবে পরিবহন ধর্মঘট পালন করা হবে। এতেও কাজ না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।