ছাতক প্রতিনিধি ::
ছাতকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের নবনির্মিত ভবন ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভবন ও ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বকুল দেবনাথ, ফিল্ড সুপারভাইজার কৃপেশ চন্দ, পূরবী ব্যানার্জী, হোসেন আহমদ, কামরুজ্জামান সুমন, মিসবাহ আহমেদ, জামাল উদ্দিন, খছরু পারভেজ, বীণা রানী সূত্রধর, জুনায়েদ আহমদ প্রমুখ। এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস শহিদ হোসেন, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, আলহাজ্ব নুরুল ইসলাম, আফজাল আবেদীন আবুল, ফজর উদ্দিন, আ.লীগ নেতা চান মিয়া চৌধুরী, আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, সিরাজুল হক, আব্দুল খালিক, পীর মোহাম্মদ আলী মিলন, ফারুক আহমদ সরকুম, নাজমুল হোসেন, সাব্বির আহমদ, বাবুল রায়, ফয়জুল কবির লাকী, সমরুজ আলী, মাফিজ আলী, ইমাম মাওলানা নুরুল হক, আমতর আলী, বিমান ঘোষ, এমএ রশিদ, মাহফুজ বাবলু, হাজী জয়নাল আবেদীন, লিটন মিয়া, জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুর রহমান।