স্টাফ রিপোর্টার ::
ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট বাজার শাখা যাত্রা শুরু করেছে। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে হালুয়ারঘাট বাজার শাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে হালুয়ারঘাট বাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মো. সেলিম মিয়া।
প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সুরমা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস ছাত্তার (ডিলার)।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন।
জেলা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুকিত ও নবগঠিত হালুয়ারঘাট বাজার শাখার সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠন জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহজাহান গাজী, হালুয়ারঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফয়জুর রহমান (এরন) ও ঝরঝরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম সাহেদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুুল মুকিত, দোয়ারাবাজার উপজেলার মহব্বতপুর সংগঠনের সভাপতি মো. আব্দুর রহমান, নীলপুর শাখার সভাপতি মিজানুর রহমান, বেতগঞ্জ বাজার শাখার সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সংগঠনের জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল হামিদ প্রমুখ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে অতিথিদের বরণ করেন। এ সময় বরাল ক্যামিকেল কোম্পানির পক্ষ থেকে নবগঠিত হালুয়ারঘাট বাজার শাখাকে আর্থিক নগদ ৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ঝরঝরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল আহমদ নবগঠিত হালুয়ার ঘাট বাজার সংগঠনকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা করবেন বলে ঘোষণা দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্মাণকর্মী শিল্পী শহীদুর ও তার দল সংগীত পরিবেশন করেন।