স্টাফ রিপোর্টার ::
দ্বীপশিখা দাশ শর্মীকে সভাপতি ও হুমায়রা জাহান নিশাতকে সাধারণ সম্পাদক করে সুরমা খেলাঘর আসরের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে শহরের ষোলঘরস্থ সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়ের বাসভবনে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা খেলাঘর আসরের সংগঠক অ্যাডভোকেট এনাম আহমেদ। সভা সঞ্চালনা করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী সোহেল রানা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি প্লাবন রায়, সহ সাধারণ সম্পাদক চৈতি দাশ কেয়া, সাংগঠনিক সম্পাদক পার্থ প্রিতম রায়, শিক্ষা ও গবেষণা সম্পাদক বর্ষা দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অস্মিতা রানী, দপ্তর সম্পাদক সত্তম সরকার, অর্থ সম্পাদক রুপা দাস, ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক ফারিহা জাহান প্রমী, সাংস্কৃতিক সম্পাদক শ্রেয়সী রায় পূর্ণা, সদস্য বিজন সেন রায়, পূজা রায়, পুষ্পিতা দেবী, ঐশী তালুকদার, দুর্জয় দাস, ফাবিহা জাহান, সত্তম দেব ও রীতা দাস।